শ্রীলঙ্কার বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

কাল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। সুপার এইটে ওঠার মিশনে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমন ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশ দল যে খুব একটা স্বস্তিতে আছে, তা বলার সুযোগ নেই।

কারণ, বিশ্বকাপের আগে সবশেষ সিরিজে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ। এরপরও সব ভুলে দারুণ শুরুর প্রত্যাশায় আছে নাজমুল হোসেনের দল। দারুণ শুরুর লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে কেমন একাদশ নামাতে পারে বাংলাদেশ?

আরও পড়ুন

‘সেমিফাইনালের একটা জায়গা ফাঁকাই থাক’

একাদশ সাজাতে গিয়ে বাংলাদেশ দল সবার আগে লিখতে পারে তানজিদ হাসানের নাম। টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র এই বাঁহাতিই শুধু ছন্দে আছেন। গত মে মাসে জিম্বাবুয়ে সিরিজে অভিষেক হওয়া এই ওপেনার ম্যাচ খেলেছেন মাত্র ৭টি। এর মধ্যে ফিফটি পেয়েছেন ৩ ম্যাচে।

অনুশীলনে সাকিব

অনুশীলনে সাকিববিসিবি

ছন্দে থাকায় তাই ওপেনার হিসেবে তাঁর খেলা নিশ্চিত। তাঁর সঙ্গে ওপেন করতে পারেন সৌম্য সরকার। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ৪৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন সৌম্য। এই দুজনে মিলে গড়েছিলেন ১০৮ রানের জুটি। তাই ওপেনিংয়ে এ দুজনকেই দেখার সম্ভাবনা বেশি।

অনেক দিন থেকেই নিজেকে হারিয়ে খুঁজছেন লিটন দাস। এরপরও অভিজ্ঞতায় এগিয়ে থাকা লিটনকে একাদশে রাখতে পারে বাংলাদেশ। লিটনকে দেখা যেতে পারে তিন নম্বরে, সে ক্ষেত্রে চার নম্বরে খেলতে হবে অধিনায়ক নাজমুল হোসেনকে। তিন ও চার নম্বর জায়গাটা লিটন-নাজমুলের মধ্যে অদলবদলও হতে পারে। পাঁচ নম্বর উইকেটে দেখা যেতে পারে তাওহিদ হৃদয়কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *